Utkarsh Bangla

Paschim Banga Society for Skill Development (PBSSD)

An Initiative by Department of Technical Education, Training and Skill Development
Government of West Bengal
  

Entrepreneurship Application

Click Here To Know your Registration no/Trainee ID






1.1) কাজের ধরন

ক) পূর্ণ মেয়াদী নিজুক্তি/চাকরি
খ) নির্দিষ্ট কর্মকালীন নিযুক্তি/চাকরি
গ) চাকরিহীন / বেকার
ঘ) স্ব-নিযুক্ত / ব্যবসায়ী

1.2) আপনি কি আপনার বর্তমান চাকরি অবস্থায় সন্তুষ্ট?

ক) হ্যাঁ, অত্যন্ত সন্তুষ্ট
খ) কিছুটা সন্তুষ্ট
গ) নিরপেক্ষ
ঘ) সন্তুষ্ট নই

1.3) আপনার বর্তমান চাকরির নিরাপত্তা সম্পর্কে আপনার বক্তব্য কি?

ক) অত্যন্ত নিরাপদ
খ) কিছুটা নিরাপদ
গ) নিরপেক্ষ
ঘ) নিরাপদ নয়

1.4) আপনার কর্মস্থলে আপনি কি সমস্যার সম্মুখীন হন– (এক বা তার অধিক উত্তর নির্বাচন করতে পারবেন)

১) কোন সমস্যা নেই
২) বাড়ির থেকে দূরে
৩) আমার দক্ষতা ও চাকরির মধ্যে সামঞ্জস্যের অভাব
৪) আদেশ নিতে পছন্দ করি না
৫) বেতন কম

2 ) আপনি কেন ব্যবসায়ী হতে চান? (এক বা তার অধিক উত্তর নির্বাচন করতে পারবেন)

ক) নিজের দক্ষতা অনুসারে কাজ করতে পারবো ।
খ) আমি কাজ শিখেছি এবং সেই কাজে ব্যবসার সুযোগ সুবিধা সম্পর্কে অবগত হয়েছি ।
গ) নিজের ব্যবসাকে আরও বেশি লাভজনক ও উৎপাদনশীল করতে পারব ।

3) আপনি যে আপনার পণ্য বা পরিষেবা তে ব্যবসা করতে চান বাজারে তাতে কি কোন ঘাটতি বা অভাব লক্ষ্য করেছেন?

ক) হ্যাঁ
খ) না

4) আপনি কি ঘাটতি বিষয়ে কোনো ভাবনা চিন্তা করছেন?

ক) হ্যাঁ
খ) না

6) আপনার কি Business Plan বানাতে কোন সাহায্য লাগবে?

ক) হ্যাঁ
খ) না

7) আপনি কি কখনো স্বনিযুক্ত প্রশিক্ষণ বা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন?

ক) হ্যাঁ
খ) না

8) আপনি কি ব্যবসা চালু করা সংক্রান্ত আইন বিধি-বিধান সম্পর্কে অবগত?

ক) সম্পূর্ণ অবগত ।
খ) অবাগত কিন্তু আরো জ্ঞান অর্জন করতে চাই ।
গ) কিছুটা ধারণা আছে তবে নির্দিষ্টভাবে জানি না ।
ঘ) কোন জ্ঞান বা ধারণা নেই এই সংক্রান্ত ।

9) স্বনিযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আপনি কোন ধরনের দক্ষতা বা জ্ঞান অর্জন করতে চান? (এক বা তার অধিক উত্তর নির্বাচন করতে পারবেন)

ক) আর্থিক ব্যবস্থাপনা ও হিসাব রক্ষা ।
খ) বিপণন কৌশল ।
গ) নেতৃত্ব দান ও দল পরিচালনা ।
ঘ) উপরের সবকটি ।

10) ব্যবসা চালানোর জন্য আপনার কোন ধরনের সহায়তা প্রয়োজন?

ক) অর্থব্যবস্থা ও আর্থিক সহায়তা ।
খ) ব্যবসার সংক্রান্ত প্রয়োজনীয় যোগাযোগ ।
গ) ব্যবসার সংক্রান্ত পরামর্শ ও পথ নিদর্শন ।

11) আপনি কি ব্যবসায় ব্যর্থতা সম্পর্কে ওয়াকিবহাল এবং তা থেকে শিখতে চান?

ক) হ্যাঁ । আমি ব্যর্থতা থেকে শিক্ষা লাভ করতে চাই ।
খ) আমি ব্যবসায় ব্যর্থতা সম্পর্কে অবগত । কিন্তু ব্যর্থতা আমায় কিছুটা উদ্বিগ্ন করে ।
গ) আমি ব্যর্থতা থেকে দূরে থাকতে চাই ।

12) আপনার ব্যবসার জন্য প্রয়োজনীয় অর্থের প্রাথমিকভাবে উৎস কি?

ক) ব্যক্তিগত সঞ্চয় ও বিনিয়োগ ।
খ) ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বা স্বনির্ভর গোষ্ঠীর থেকে ঋণ ।
গ) মহাজন ।
ঘ) বন্ধু বা পরিবার ।

13) আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?

ক) একজন সফল উদ্যোক্তা ও পথপ্রদর্শক হওয়া ।
খ) সফল ও লাভজনকভাবে ব্যবসা করা ।
গ) ভালো স্থায়ী চাকরি পেলে ব্যবসা গুটিয়ে নেওয়া ।
ঘ) উচ্চ শিক্ষার সুযোগ পেলে ব্যবসা গুটিয়ে নেওয়া।